মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম (৫০) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলজার রহমান (৪৮)। আনারুল ইসলাম চোপাগাড়ী গ্রামের মো. ইউনুস আলী মণ্ডলের ছেলে এবং দিলজার রহমান করঞ্জি দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে।
পুলিশ জানায়, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগ, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ মোট ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অভিযোগে সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রল বোমা হামলার বিষয়টি উল্লেখ করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তার দুই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আজ (শনিবার) তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।”