নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “আগের মতোই আইন ও বিচার ব্যবস্থাকে কলুষিত করা হচ্ছে। দেশে যেন নতুন ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রতিযোগিতা শুরু হয়েছে।”
বুধবার (২৮ মে) বিকেলে পুরানা পল্টনে “বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির দাবিতে জাগুন” স্লোগানে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
মোমিন মেহেদী অভিযোগ করেন, “ছাত্র নামধারী কিছু ক্ষমতালোভী গোষ্ঠী দল গঠন করে রাজনীতিকে ধ্বংস করছে। রাজনৈতিক কিছু দল ক্ষমতার লোভে খুনাখুনি-হানাহানির পথে মানুষকে ঠেলে দিচ্ছে। এতে ছাত্র, যুব ও জনতা বিভক্ত হয়ে সামাজিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে কারা রাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থে ব্যবহার করছে, তা এখন জনগণ বুঝতে পারছে। প্রয়োজন হলে তারা আবারও নতুন করে ৫ আগস্টের মতো গণআন্দোলনের সূচনা করবে।”
সভায় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা এবং অরবিন্দ দেবনাথ।
বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, “করিডর, বন্দর লিজ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পরিহার করে দেশের জনগণকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করুন। যুদ্ধাপরাধী ও আন্দোলনবিরোধীদেরও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনুন।”