শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের অংশগ্রহণে একটি দাওয়াতী সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৯ জুলাই) রাত ১০টায় সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের পেশাজীবী ওয়ার্ডের সহযোগিতায় এবং শহর সাংবাদিক ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় মূলত ইসলামিক মূল্যবোধ, নৈতিক সাংবাদিকতা এবং পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। তিনি বলেন,
“আল্লাহর প্রতি ঈমান এবং পরকালের জবাবদিহির ভয় থাকলে কেউ মিথ্যাচার করতে পারে না। সাংবাদিকরা যদি এই নৈতিক চেতনায় পেশাগত দায়িত্ব পালন করেন, তাহলে সমাজ ও দেশ উপকৃত হবে।”
প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
- সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম
- শহর আমীর শরফুদ্দীন খান
- প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাপ্তাহিক মানব সমস্যা পত্রিকার সম্পাদক মো. নজরুল ইসলাম
সভাপতিত্ব করেন শহর জামায়াতের পেশাজীবী ওয়ার্ডের সভাপতি ব্যাংকার সেকেন্দার আলী এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক আব্দুস সালাম ও মিডিয়া সেলের দায়িত্বশীল সাহাবাজ উদ্দিন সবুজ।
সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সময় টিভি, দৈনিক সমকাল, নাগরিক টিভি, বাংলাদেশ বেতার, নয়া দিগন্ত, আমাদের সময়, মানবকণ্ঠ, ভোরের ডাক, জবাবদিহি, খোলাচোখ, মানবাধিকার প্রতিদিনসহ অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ইসলামী চিন্তাধারা ও পেশাগত মূল্যবোধ নিয়ে মতবিনিময় হলেও সাংবাদিকদের মতপ্রকাশে স্বাধীনতা ও পেশাগত নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠে এসেছে বিভিন্ন মহলে।