Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ার (জোদ্দারপাড়া) ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী আঁখিজা আক্তার আঁখির পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী.
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৩টায় জামায়াতের উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম পোড়াবাড়িতে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় তৈজসপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন—
- ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুল ইসলাম,
- জামায়াতের ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ,
- স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ কেফায়েতুল্লাহ,
- ক্ষতিগ্রস্ত ছাত্রী আঁখিজা আক্তার আঁখি,
- তার বাবা আব্দুল আজিজসহ এলাকাবাসী।
উপজেলা আমীর আব্দুল মুনতাকিম Said,
“প্রদানকারী যেমন মহান নয়, তেমনি গ্রহণকারীরাও অসহায় নন। সবই আল্লাহর দান। মানুষের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকেই আমরা পাশে দাঁড়িয়েছি।”
He also said,
“সমাজকে শান্তিপূর্ণ রাখতে একে অন্যের পাশে দাঁড়ানো জরুরি। আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ও সাহসের সঙ্গে বিপদ মোকাবিলা করতে হবে।”
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়,
গত রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রতিপক্ষের পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে দুটি পরিবারের পাঁচটি ঘর, শিক্ষার্থীর বইপত্র ও অন্যান্য সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর ঘটনায় মামলা করায় প্রতিপক্ষের হুমকি-ধমকি এখনো অব্যাহত রয়েছে।
তারা প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুবিচার দাবিতে সহায়তা চেয়েছে।