এম এ আউয়াল আশিক :
১৫ই মার্চ (শনিবার) উপজেলার ২ নং শেখরনগর ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আসর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, জনাব মোঃ ইকবাল হোসেন মিলনের সভাপতিত্বে ও অঞ্চল পরিচালক জনাব মাওলানা মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে ইফতার পূর্ব পর্যন্ত পবিত্র মাহে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা সভা হয়। পরে দোয়া ও ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি। প্রায় হাজার খানেক রোজাদার ব্যক্তি এই ইফতার মাহফিলটিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও মুন্সিগঞ্জ-১ সংসদীয় আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জননেতা জনাব একেএম ফখরুদ্দিন রাজি।
প্রধান অতিথি বলেন, আল্লাহ তায়ালা রোজা ফরজ করেছেন আমাদের তাকওয়া অর্জনের জন্য। রোজাদারদের দুটা খুশি, একটি হলো ইফতার, আরেকটি হলো জান্নাতে আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ।
যারা রমজানে রোজা রাখবেন আল্লাহ তাআলা তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন।
আল্লাহ আমাদের চলার জন্য গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছেন। এই কোরআন অনুযায়ী চললে আল্লাহতালা আমাদের সম্মান, ইজ্জত ও মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
এই কোরআন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে সেই সমাজ ও রাষ্ট্রের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দেবেন। যারা কোরআনের কথা বলে যারা কোরআনের রাজ কায়েম করতে চায় আমরা তাদের সাথে আছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের কাছে পরীক্ষিত একটি দেশ প্রেমিক, একটি আদর্শিক, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, শান্তিপ্রিয় একটি কাফেলা ও সংগঠন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করেছে।
আজকের উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে জামায়াতে ইসলামিকে মানুষ ক্ষমতায় দেখতে চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মাওলানা মোঃ কবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মোঃ ওয়াসিম মিয়া, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, শেখরনগর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাহার আলী, শেখরনগর ইউনিয়ন যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জনাব মোঃ সাইফুল মোল্লা, ব্যবসায়ী বিভাগের সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাদশা মিয়া, চিত্রকোট ইউনিয়ন জামায়াতের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ইলিয়াস হোসেন,