চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
একমাত্র আল্লাহর আইন ও কোরআনের শাসন জনসাধারণকে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত শান্তির রাষ্ট্র উপহার দিতে পারে শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়ালাভাংগা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ও বৃহস্পতিবার বিকেলে রানীহাটি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে বলেছেন প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগরীর আমীর ড• মাওঃ মোঃ কেরামত আলী। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আমির জনাব হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম।
প্রধান অতিথি আরও বলেন ১৭ বছর দেশের মানুষ প্রাণ খুলে মনের কথা বলতে পারেনি! আল্লাহর রহমতে বর্তমানে স্বৈরাচার শাসনের অবসান ঘটায় দেশের মানুষ প্রান খুলে তাদের মনের কথা বলতে পারছে । মহান আল্লাহ দেশের মানুষের জন্য একটা সুযোগ করে দিয়েছে এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে ! সিয়াম সাধনার মাস তাকওয়া অর্জন করার সাথে আমাদের দেশে কোরআনের আইনের বাস্তবায়ন করে দেশে একটি আদর্শ ইসলামী সমাজ গড়ে তুলতে হবে। কোরআনের আইন ছাড়া দেশের শান্তি প্রতিষ্ঠা করা কোন ভাবেই সম্ভব নয় ।এই তিনি সকলকে ইসলামের পক্ষে কাজ করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। মাহফিল অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও শিবির সভাপতি হুজাইফা প্রমুখ।