সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি);
মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর সমর্থন নেই বলে জানিয়েছেন দলের আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (২৫ মে) দুপুরে উপজেলার একটি অনুষ্ঠানে তিনি বলেন,”করিডোর ও বন্দর ইস্যুতে কেবলমাত্র নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে। যদি অন্তর্বর্তী সরকার এই বিষয়ে পদক্ষেপ নিতে চায়, তবে তা হতে হবে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে।”
তিনি আরও বলেন,অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়ে জামায়াত ইসলামী কোনো সমর্থন দেয় না। দলটি প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা- ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন—এর মধ্যেই একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
চা শ্রমিকদের জীবনমান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন,“প্রতিটি নাগরিকেরই সমান অধিকার থাকা উচিত। আজও চা শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। সরকারকে তাদের দায়িত্ব নিতে হবে। জামায়াত যদি দায়িত্ব পায়, তাদের সম্মানজনক জীবন ও সন্তানদের প্রতিভা বিকাশ নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন;উপজেলা জামায়াতের আমীর ও সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,সিলেট মহানগরের আমীর মো. ফখরুল ইসলাম,জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম. সায়েদ আলী,সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী,সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান,সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।