Satyajit Das (Moulvibazar Correspondent):
পবিত্র ঈদুল ফিতরের পরের দিন,মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ডাকবাংলা মাঠে বিকেল ৩টায় উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, কুলাউড়ার কৃতী সন্তান ডা. শফিকুর রহমান।
এই খবরটি শুনে কুলাউড়া,জুড়ী ও বড়লেখাসহ পুরো মৌলভীবাজার জেলা জুড়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন,”আমাদের ভাগ্য খুলেছে, আমীরে জামায়াত কি সত্যিই আসছেন কুলাউড়ায়? কখন দেখা হবে তাঁর সাথে?”
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের এমপি পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা আমিনুল ইসলাম সংগ্রাম জানান,”আমরা ইতোমধ্যে কুলাউড়ার ডাকবাংলো মাঠ পরিদর্শন করেছি এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, ঈদুল ফিতরের পরের দিন উক্ত অনুষ্ঠানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আমাদের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের কুশল বিনিময় করবেন (ইনশাআল্লাহ)।”
তিনি আরও বলেন,”এদিন সবার উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি।”
কুলাউড়ায় ঈদ পরবর্তী এই বিশেষ অনুষ্ঠানে জামায়াতের আমীরের উপস্থিতির জন্য আগ্রহী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে,আর পুরো এলাকায় চলছে প্রস্তুতি।