সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুধবার (২০ মার্চ) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উদ্যোগে রমাদানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৌলাই ইউনিয়ন শাখার আমীর মাওলানা উমর ফারুকের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি প্রভাষক নাজমুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আজিজুল হক।
তিনি বলেন, “বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অসৎ নেতৃত্ব। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্রের সকল স্তর হতে অসৎ নেতৃত্ব দূর করে ততস্থলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত দূর্নীতি মুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে না। রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে দূর্নীতি মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। “
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কিশোরগঞ্জ -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া। তিনি বলেন, “১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী শাসন – শোষন করেছে। এখন দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী”।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলার আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবু হানিফা, উপজেলা ইউনিট সদস্য ডা. বোরহান উদ্দিন, শেখ মনসুর আহমেদ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ।