হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) ২০ বিশ রমজান বিকালে বাগআঁচড়া হাই স্কুল মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাও: হাবিবুল্লাহ বেলালির সভাপতিত্বে ও সেক্রেটারি তবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও: আজিজুর রহমান। এসময় তিনি বলেন বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে দেশে সব ধরণের অপরাধ বন্ধ হবে। নারীদের ধর্ষণও বন্ধ হবে, বন্ধ হবে নারী ও শিশুদের কান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির মাও: ফারুক হাসান।
শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও: আবুল বাসার, শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্হিত ছিলেন।