Pirojpur Correspondent:
মানুষ গত ৫৩ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে,এখন বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামী কীভাবে দেশ পরিচালনা করে তা দেখতে চায় বলে মন্তব্য করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর পৌর শহরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মাসুদ সাঈদীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল।
মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশকে উন্নত বিশ্বের সামনে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাই জামায়াতের লক্ষ্য।’গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন ব্যক্তি প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে মাসুদ সাঈদীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি মাওলানা ইসহাক আলী এবং ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।
Message sender
Syed Bashir Ahmed