Paikgachha representative
ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার কারণে সমাজে অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সামাজিক অবক্ষয়ের কারণে সুদ ঘুষ, দুর্নীতি, খুন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ করছে মানুষ। মাওলানা আবুল কালাম আজাদ বলেন এই মাসেই পবিত্র কুরআন নাযিল হয়েছে। পবিত্র এই রমজানে আমাদের সিদ্ধান্ত নিতে আমরা কুরআন মানবো, কুরআন অনুযায়ী জীবন পরিচালিত করবো, কুরআন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র গড়বো, সকল বেহায়াপনা, হারাম কাজ থেকে বিরত থাকবো।
তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আসছে। জালিমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের বিচারের নামে ফাঁসি দিয়ে অত্যাচারের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ জালিমদের বিচার করেছে। তিনি বলেন জামায়াত কখনো জালিম, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ স্বৈরাচারের কাছে মাথা নত করবে না।আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ৩০০ আসনে কাজ করে যাচ্ছে। তিনি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় পৌরসভা সহ পাইকগাছা কয়রায় ইসলামি আন্দোলনের দুর্গ গড়ে তুলতে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি সোমবার বিকালে আল আমিন ট্রাস্টস্থ দলীয় কার্যালয়ে পাইকগাছা পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জামায়াতের পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী, এডভোকেট আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মজিদ, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা সম আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শফিয়ার রহমান, মাওলানা আব্দুল হান্নান ওমর, মাওলানা আব্দুল কাদীর, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আলহাজ্ব মুরশাফুল আলম, ফয়সাল সরদার, বেলাল উদ্দিন শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা গোলাম সরোয়ার।