মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
“ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে সাংবাদিক সত্য প্রকাশে বাঁধার সম্মুখীন হয়েছে, নির্যাতন হয়েছে। তাই সাংবাদিকের নিরাপত্তায় এবং সত্য প্রকাশে জামায়াত সর্বাত্নক তাদের পাশে থাকবে” জানিয়েছেন, জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (১৭ জুলাই/২৫) সন্ধায় নীলফামারী প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। আগামী ১৯ এপ্রিল জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নীলফামারীর জলঢাকা কর্মীসভায় আগমনকে কেন্দ্র করে এ সভা করেন তিনি।
জেলা আমীর আরও বলেন, বিগত ফেসিস্ট সরকারের আমলে ব্যাংক লুট হয়েছে, ব্যপক দুর্নীতি হয়েছে। পাঁচ আগস্টের পর দেশ দ্বিতীয় বার স্বাধীন হলেও দুর্নীতি সমান তালেই হচ্ছে। কিন্তু সাংবাদিকরা তা লিখতে পারছেন না। আমরা মনে করি সাংবাদিকরা এখনো স্বাধীন নয়। জামায়াতে ইসলাম সত্যের পথে কাজ করে, ন্যায়ের পথে কাজ করে। তাই আমরা সর্বদা সাংবাদিকের নিরাপত্তায় কাজ করবো।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকের হাত-পা বেঁধে রাখা হয়েছে। তাই এ আইন সংস্কারের জন্য আমাদের কেন্দ্রীয় নেতাদের অবহিত করবো। তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলে দ্রুত এ আইন সংস্কার করে সাংবাদিকতা পেশাকে মুক্ত করবেন।
জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম বলেন, এতোদিন পর মনে হচ্ছে আমি এদেশের নাগরিক, এদেশেরই মানুষ। সাংবাদিকরা আমাদের কথা শোনে আর তাদের কথা শোনার আমরাও সুযোগ পাই। বিগত ১৫ বছর ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে আমি এদেশের নাগনিক কিনা সন্দেহ নিয়ে থাকতাম।কারণ তখন আমরা প্রাণ খুলে কথা বলতে পারিনি। প্রাণের শহর নীলফামারীতে থাকতে পারিনি। ক্রসফায়ারের আসামী হয়ে পালিয়ে বেরিয়েছি। এই ১৬ বছরে অনেক মানবেতর জীবন যাপন করেছি। কিছু বলার ছিলো না। শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি যেন দেশ ও জামায়াতের নেতা-কর্মীরা এই জালেমদের হাত থেকে রাক্ষা পায়। তিনি আমাদের কথা শুনেছেন। আমরা চাই সাংবাদিকতা পেশাও স্বাধীনভাবে পরিচালিত হোক।
এসময় জামায়াতের পৌর সহকারী-সেক্রেটারী এ্যাড. মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু,সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ,জেলা প্রচার সেক্রেটারী প্রভাষক সাদের হোসেন,পৌর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম,সাবেক সভাপতি তাহমিন হক ববি,সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধানসহ অনেকে।