রংপুর সদর প্রতিনিধি।
মোঃ তোফায়েল আহমেদ
বাংলাদেশজামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ (বুধবার) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও জাতীয় সংসদের রংপুর ৩ (সদর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জামায়াতের রংপুর মহানগর আমির ও জাতীয় সংসদের রংপুর ৪ আসন (পীরগাছা-কাউনিয়া) এর জামায়াতের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ এটিএম আযম খান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া সহ আরো অনেকে।