জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মধুপুর রাণী ভবাণী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর বাসষ্ট্যান্ড আনারস চত্বরে এসে মিলিত হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী, উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদির, উপজেলা জামায়াতের সেক্রেটারি রিজোয়ানুল্লাহ খানসহ জামায়াতের অন্যান্য নেতা কর্মীরা।
বক্তারা এসময় বলেন, পৃথিবী থেকে ইসরাইলকে অবাঞ্ছিত করতে হবে। ফিলিস্তিনে মানবতার জয়গান নিশ্চিত করতে হবে। ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানে কোন বিশৃঙ্খলা না করে ইসরাইলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।
বক্তারা আরো বলেন, ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে। তাদের বর্বরতায় ইতোমধ্যে শিশু, নারী ও বৃদ্ধসহ হাজার হাজার নিরস্ত্র মানুষ শহীদ হয়েছেন। আমরা মধুপুর উপজেলা জামায়াতের পক্ষ থেকে এই গণহত্যার প্রতিবাদসহ অবিলম্বে ওই সন্ত্রাসী রাষ্ট্রকে অবৈধ ঘোষণার দাবি জানাচ্ছি। বক্তরা এসময় ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান এবং জাতিসংঘের হস্তক্ষেপে দ্রæত যুদ্ধ বন্ধের জোর দাবি জানান।