Gaibandha Correspondent
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৯ এপ্রিল এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী মিয়া- নায়েবে আমীর গোবিন্দগঞ্জ উপজেলা ও সূরা সদস্য গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী, মাওলানা মশিউর রহমান-সহকারী সেক্রেটারী গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, আল মাহমুদ চিনু- সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, কাটাবাড়ী ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন, সেক্রেটারী হাফেজ আবু সাঈদসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।