মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরআনের আইন প্রতিষ্ঠা প্রয়োজন। কোরআনের আইন ছাড়া ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।
জামায়াতে ইসলামী সারা পৃথিবীতে কালেমার দাওয়াতে কাজ করছে। (২৫ মার্চ) মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে।
তিনি অবিলম্বে ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। চান্দলা ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে ও মো. আক্তার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়ধুশিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবুল কালাম, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, মাওলানা মোবাশ্বিরুল হক, শরিফুল ইসলাম, সহ-সুপার মো. নাছির উদ্দিন।
এ সময় জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান আতিকী।