Chittagong Correspondent:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে রেজাউল করিম নেছার নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা হাসানুর জামান বাবু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “জননেতা রেজাউল করিম নেছারের মতো নেতৃত্ববান, নির্লোভ ও পরিশ্রমী ব্যক্তির মতো একজন নেতার দায়িত্বপ্রাপ্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করবে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
উল্লেখ্য, হাসানুর জামান বাবু পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।