সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কাউন্সিলে হামলা ও বিশৃঙ্খলার ঘটনায় সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খানের ভাই নবাব আলী তকী খানসহ পাঁচ নেতাকে শোকজ (কারণ দর্শানোর) নোটিশ প্রদান করা হয়েছে।
২৫ মে উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ও যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান স্বাক্ষরিত এক নোটিশে অভিযুক্তদের তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশপ্রাপ্তরা হলেন—নবাব আলী তকী খান, আজমল হোসেন চৌধুরী বাতেন, আব্বাস আলী মেম্বার, শেখ মোহাম্মদ আলী ও মো. শামছুল ইসলাম।
বিএনপি সূত্র জানায়, ২৩ মে শুক্রবার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথিমপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে ছাত্রদল ও যুবদলের কিছু কর্মীসহ অভিযুক্তরা সম্মেলনে হামলা চালান। এতে ব্যানার ছিঁড়ে ফেলা হয়, দলীয় নেতাদের হেনস্তার শিকার হতে হয় এবং সম্মেলন পণ্ড হয়ে যায়।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের জানানো হয়। শোকজ নোটিশের কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনকে।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির নেতা ও ইউনিয়ন কাউন্সিল সমন্বয়কারী আলমগীর হোসেন ভূঁইয়া। সঙ্গে ছিলেন আকদ্দস আলী মাস্টার, মঈনুল হক বকুল ও আবু সুফিয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।