তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও জনসংযোগ
মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (১৭ মে) বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবির।
সভায় তিনি বলেন, “তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা পেশ করেছেন, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবিক রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দফাগুলোর মধ্যে রয়েছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংবিধান সংস্কার কমিশন গঠনসহ নানা জনমুখী প্রস্তাবনা।”
জিন্নাহ কবির দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এই ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আমাদের দোয়া অব্যাহত রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ও সুবিধাবাদীরা এখনো বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দলের নাম ভাঙিয়ে সুবিধা নেওয়া এজেন্টদের আর কোনো জায়গা নেই। বিএনপি নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। তারেক রহমান যদি আন্দোলনের ডাক দেন, তা হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”
জিন্নাহ কবির আরও বলেন, “জনগণের ভালোবাসা পেতে হলে আমাদের নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে যেতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান।”
সভায় সভাপতিত্ব করেন বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক প্রধান।
এসময় আরও বক্তব্য রাখেন—
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, শ্রমিক দলের জেলা নেতা মহিদুর রহমান মাহিদ, গেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা অয়ন প্রমুখ।