Sunamganj Correspondent:
বাংলাদেশ জাতীয়তাবাদি মোটর চালক দল সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা মোটর চালক দলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা মোটর চালক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী বাবু অশোক তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মোটর চালক দলের সভাপতি নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, সুকেশ দাস, দিরাই পৌর বিএনপির সদস্য জাকারিয়া হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের লুৎফুর রহমান, জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম তালুকদার প্রমুখ।
সম্মেলনে বক্তারা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দলীয় ঐক্য জোরদারের আহ্বান জানান।
সম্মেলনের শেষ পর্যায়ে অশোক তালুকদার দিরাই ও শাল্লা উপজেলার মোটর চালক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।