Muhammad Abul Bashar:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রায়বাজার এলাকায় আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান লিটন, একেএম হারুন অর রশিদ (হারুন), আতিকুর রাজ্জাক ভূঁইয়া (হীরা), আবদুল্লাহ আল মামুন খোকন, সাবেক ভিপি ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির চলমান আন্দোলন ও আগামী দিনের সংগ্রামে আঠারবাড়ী ইউনিয়ন অগ্রণী ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।