মোঃ মনির হোসেন সোহেল :
চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালী জেলার চাটখিলে হাট পুকুরিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবু চাটখিলে আগমন উপলক্ষে উপজেলা ও পৌর যুবদল তার সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে আজ ৫ জুলাই (শনিবার) বিকেলে হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা, পৌর ও উপজেলার সকল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে জাহিদ হাসান বাবুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় কেন্দ্রির যুবদল নেতা জাহিদ হাসান বাবু উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন গত ১৬ বছর ধরে সারাদেশে বিএনপি, যুবদলসহ, সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা নির্যাতিত হয়েছে তাদের সকলের সকল নির্যাতনের জবাব আইনগত ভাবে দেওয়া হবে। তিনি নেতা কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য অনুরোধ করেন। সভায় বি.এন.পি নেতা মনির হোসেন মুকুল, বিএনপি নেতা তাজুল ইসলাম আবু, আনোয়ার হোসেন রতন, আবু আইয়ুব বাঙ্গালি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান বাবর , যুগ্ন-আহবায়ক সাইফুল আলম জগলু, ফখরুল ইসলাম ফিরোজ পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন, ঢাকাস্থ জিয়া ঐক্য সমাজকল্যাণ ফোরাম যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন সুমন, রাজনারায়ণ পুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুন্না প্রমূখ।