Utfal Barua, Sylhet
সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। বর্তমানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। এইসময়ে ঐক্য ধরে রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে।
শুক্রবার (২১ মার্চ) বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও স্বৈরাশাসন বিরোধী গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও নির্যাতিত সকল মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবার, সিলেট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিরুজ্জামান চৌধুরী দুলু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারেক রহমানের সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা ছিল। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দুঃখ, কষ্ট ও বেদনায় থাকেন তখন সারাদেশের মানুষও কষ্টে থাকেন। তিনি হাসলে দেশের মানুষও হাসেন। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে কাজ করবে। খালেদা জিয়াকে গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী উপাধি দিয়েছে মানুষ।
স্বেচ্ছাসেবকদল গোলাপগঞ্জ উপজেলার সাবেক আহ্বায়ক হাজী আবুল কালাম ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরীর যৌথ পরিচালনায় সভাপতির বক্তব্যে সিলেট মহনাগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. মকসুদ আলী বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তার পতন সুনিশ্চিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতাসহ দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা শহীদ জিয়ার সৈনিক এ দেশের মাটি ও মানুষকে রক্ষা করবো।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিুবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আবদুর রহমান, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পিপি আশিক উদ্দিন আশুক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, বিএনপি নেতা মিনহাজ উদ্দিন মুছা, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন লষ্কর, সহসভাপতি আব্দুস শহিদ চেয়ারম্যান, চব্বিশের আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সালেহ নাসিম, জেলা বিএনপি নেতা ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, সিলেট জেলা জাসাস’র সদস্যসচিব রায়হান এইচ খান, গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা ও পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক মিয়া (মেম্বার), সিলেট জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রানা, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মঈনুল ইসলাম আবুল, সিলেট মহানগর বিএনপি নেতা রুজেল আহমদ চৌধুরী, আবদুর রকিব তুহিন, আবদুল হান্নান, মামুন আহমদ, অর্পন ঘোষ, সিদ্দেক আলী, দিলাল আহমদ, গিয়াস খান, উবেদ খান, যুবদল নেতা সাজ্জাদুর রহমান সাজু, দেওয়ান কামরান, আজিম উদ্দিন রাজু, জেলা বিএনপির সাবেক সদস্য দেওয়ান নিজাম খান, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ নেতা জামাল আহমদ, রুবেল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ মৌসুম, বিএনপি নেতা সুমন আহমদ, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, সাহেদুর রহমান পিন্টু, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বদরুল আজাদ রানা, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি’র সদস্য সচিব আতিকুর রহমান চৌধুরী লাভলু, এনামুল হক মনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সেতু, সিলেট মহানগর যুবদল নেতা মো. জাকির হোসেন উজ্জল, ছাত্রদল নেতা আসাদ আহমদ, অ্যাডভোকেট সোলায়মান আহমেদ, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, মালেক উদ্দিন রনি, সায়মন আহমদ, মনিরুজ্জামান মিজান, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শায়েস্তা রহমান সানি, ৩১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা খালেদ আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ইমন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, জেলা ছাত্রদল নেতা সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, আছনাত উদ্দিন জাহিন, জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রাসেল, সরকারী কলেজ ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন, বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভেমেন্ট সদর উত্তর শাখার আহ্বায়ক মো. মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব ফয়ছল আহমদ, যুবদল নেতা কামন আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হক, এমএ শুকুর, তাহির আলী খলাই, আলমগীর হোসেন, বিএনপি নেতা আবদুস শুকুর, শাহিন আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, সাবেক সদস্যসচিব জাকারিয়া আহমেদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল হাসান, কামাল আহমদ, রুমেল আহমেদ, আমিনুর রহমান, মিসবাউল আম্বিয়া, জামিল আহমদ, রিপন আহমদ, ফরিদ উদ্দিন, মারুফ আহমদ, কায়সার আহমেদ, সাদিক আহমেদ, আলাউদ্দিন, আবুল হাসান, সালমান, মামুনুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ, মুহিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জাসাস’র সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান, আনছার আহমদ, আহমদ আলী, আলাই মিয়া, মোস্তফা, কন্টাই মিয়া, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেকদলের সাবেক আহ্বায়ক রুহুল আহমদ, গোয়াইনঘাট উপজেলা জাসাস’র সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, ইমাম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, আজিজ খান, বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সাবেক সভাপতি এম সাইদুল হাসান, সাধারণ সম্পাদক এসআর সাবেল আহমদ।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এমএ মালেক, সিলেট প্রেসক্লাবের সদস্য নাজমুল কবির পাভেল, দৈনিক বাংলাদেশ সমাচারের সুনির্মল সেন, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক মো. ইসলাম আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আতিকুর রহমান নগরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আবদুল হাসিব, সাংবাদিক আলী হায়দার মিদুল, শিপন চন্দ, দীপ্ত বৈষ্ণব, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম রানা প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সাদিপুর জামে মসজিদের হাফিজ নাসিম হোসেন।
এর আগে, বৃষ্টি উপেক্ষা করে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচরাণায় মিলনমেলায় রূপ নেয় সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। প্রাণবন্ত এই ইফতার মাহফিলে অনেকই জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে বসে ইফতার করেন।