সউদ আব্দুল্লাহ, কালাই উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে পুনট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) কেএইচএম ওবায়দুর রহমান চন্দন। সভাপতিত্ব করেন পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট এবং কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রোজাদাররা অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কেএইচএম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে দলকে আরও সুসংগঠিত করতে হবে।”৫ আগস্টের পর দেশ নতুন পর্বে প্রবেশ করেছে, কিন্তু জনগণের দুঃখ-দুর্দশা কমেনি। আমরা দেখেছি, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। এখনো সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, এখনো বেকারত্ব চরমে, এখনো জনগণের মৌলিক অধিকার প্রশ্নবিদ্ধ। সরকার কি সত্যিই পরিবর্তন চায়, নাকি শুধুই মুখোশ বদলেছে? আমরা চাই প্রকৃত গণতন্ত্র, জনগণের সরকার, কিন্তু যা চলছে তা কি সত্যিকারের পরিবর্তন? যারা ভেবেছিলেন নতুন সরকারের অধীনে দেশ বদলে যাবে, তারা আজ হতাশ। আমরা বলতে চাই, যদি সরকার জনগণের কথা না শোনে, যদি একই রকম শাসন চলতে থাকে, তাহলে বিএনপি রাজপথে নামবে।পরিবর্তন শুধু মুখে নয়, কাজে দেখাতে হবে। দেশ এক সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অবস্থা থেকে মুক্তির পথ বের করতে হবে।
জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট বলেন:”বিএনপি দেশের মানুষের আশা- আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তিনি দেশ ও জনগণের জন্য সংগ্রাম করেছেন,কারাবরণ করেছেন। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করবো এবং তাঁর মুক্তির জন্য আমাদের আন্দোলন চালিয়ে যাবো।”
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই আমাদের আসল শক্তি।”
ইফতারের আগে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।