সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে বিএনপির ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠনের উদ্দেশ্যে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি স্থানীয় নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, “রাজপথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা কারাবরণ করেছেন, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তাদের মতো পরীক্ষিত সৈনিকদের নিয়েই কমিটি গঠন করতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সম্মেলনের সভাপতিত্ব করেন তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, এবং তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।
সম্মেলনের শেষে ৮ ও ৯ নং ওয়ার্ডের জন্য ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সোহরাফ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, এবং ৮ নং ওয়ার্ডের সভাপতি সামজেদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নির্বাচিত হন।
এ সম্মেলনের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ঐক্য আরও দৃঢ় হয়েছে এবং বিএনপি তাদের আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে নতুন উদ্যমে কাজ শুরু করেছে।