Md. Nasim Kabir Roni, Kaliakoi Correspondent:
আমরা যারা অত্যাচারিত, নির্যাতিত, জেল জুলুম ও গুলির শিকার হয়েছি আগামীতে এই দলের নেতৃত্ব তারাই দিবে, এই দলের নমিনেশন তারাই পাবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা কালিয়াকৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নেতার শেষ নির্দেশ মোতাবেক আগামীতে যত কমিটি হবে সে কমিটিতে আন্দোলনে যারা রাজপথে ছিল তারাই কমিটিতে থাকবে। এর বাইরে যদি ষড়যন্ত্র করে পকেট কমিটি তৈরি করার চেষ্টা করে তাহলে সেটা আমরা কোনদিন মেনে নেব না।
এসময় অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি খলিলুর রহমান ইব্রাহিম সহ কালিয়াকৈর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।