আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওসমানীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি মরহুম সৈয়দ কওছর আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়। ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কার্যনিবার্হী সদস্য আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন নিজ করনসী শাহ সুলেমান দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন গজনবী। এসময় উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার বনিক সমিতির সাবেক সভাপতি মিফতা রাজা চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. কয়েছ মিয়া, সহ সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিন, উজ্জ্বল দাস, শিক্ষক হাবিব চৌধুরী, মরহুম সৈয়দ কওছর আহমদের ভাই সৈয়দ রুহুল আহমদ, ছেলে সৈয়দ আকিল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সৈয়দ কওছর আহমদ গত শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।