Basudeb Roy, Nilphamari Correspondent:
আগামী ২৪ মে বগুড়ায় আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে নীলফামারীতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (১৯ মে) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. মফিদুল আলম খান। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব.
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল.
সমাবেশ তরুণদের ন্যায্য অধিকারের প্রতীক
বক্তারা বলেন, “এই সমাবেশ শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। একটি অবাধ ও নিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই হবে এই সমাবেশের মূল বার্তা।”
তারা আরও বলেন, “সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। সকল ষড়যন্ত্র ও বাধা মোকাবিলা করে এই কর্মসূচিকে একটি ঐতিহাসিক রাজনৈতিক মাইলফলকে পরিণত করতে হবে।”
উপস্থিত নেতৃবৃন্দ
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক হোসেন, রাজু পারভেজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান, জেলা কমিটির সদস্য রিপন ইসলাম, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।