মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ঝালকাঠির নলছিটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, অতিরিক্ত এটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম আকন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, অ্যাডভোকেট আনিসুর রহমান, শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান হোসেন তালুকদার ও কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম মোল্লা।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খানসহ জেলার চার উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, এই দেশে আর কোনদিন শেখ হাসিনার অবস্থান হবে না। আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতি করার আগে শহীদ সেলিম তালুকদারকে ফেরত দিতে হবে তাদের বাবা-মার কাছে। ফিরিয়ে দিতে হবে তাঁর নিষ্পাপ শিশু সন্তানের কাছে। জুলাই আগস্ট এর আন্দোলনে পেছনে নেতৃত্ব দিয়েছিল তারেক রহমান। তাই আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ জালেমমুক্ত হয়েছে। এই জালেম সরকারকে যারা আবার আশ্রয় প্রশ্রয় দিতে চান, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবধান হয়ে যান। এইদেশে আর আপনাদের জায়গা জনগণ মেনে নেবে না। বর্তমান সময়ে মানুষ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই আবহাওয়া বজায় রাখতে হবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তারেক রহমান, এটাই এখন জনগণ প্রত্যাশা করছে।