হুমায়ন কবির মিরাজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ১১টি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ইফতার ও দোয়া মাহফিলের শেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
২০ রমজান, শুক্রবার, ৭নং কায়বা ইউনিয়নে এই আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয় পুরো কর্মসূচির।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ কায়বা ইউনিয়নে আয়োজিত শেষ দিনের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা বিএনপির নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। তারা বলেন, বিএনপির কোনো নেতা বা কর্মী মারামারি, চাঁদাবাজি, দখলবাজি বা অসাংগঠনিক কার্যক্রমে জড়িত হতে পারবেন না। পাশাপাশি সরকারি টিসিবির চাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণে দলীয় নেতাদের সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়। এসব কাজে কেউ জড়িত হলে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
ইফতার মাহফিলে শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, ৮ থেকে ২০ রমজান পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির সহনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা বিএনপির সদস্য আহসান হাবিব বাপ্পি, কায়বা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এই আয়োজনের মাধ্যমে শার্শা উপজেলা বিএনপি দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।