অংবাচিং মারমা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক মতবিনিময় ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুলাই (শুক্রবার) সকালে রুমা সদরের মায়ের কুঞ্জ হোটেলের হলরুমে এই সভার আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:
- লালকিম বম – আহ্বায়ক, রুমা উপজেলা যুবদল
- মংতিংওয়াং মারমা – সহ-সভাপতি, বান্দরবান জেলা ছাত্রদল
- অংথোয়াইচিং মারমা – আহ্বায়ক, রুমা উপজেলা স্বেচ্ছাসেবক দল
- সিংমংহ্লা মারমা (উমং) – আহ্বায়ক, রুমা উপজেলা ছাত্রদল
- উক্যমং মারমা – আহ্বায়ক, রুমা উপজেলা কৃষক দল
- মংক্যচিং মারমা – সদস্য সচিব, যুবদল
- সিংমং মারমা – সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল
- অংবাচিং মারমা – সদস্য সচিব, ছাত্রদল
- ক্যানুচিং মারমা – সদস্য সচিব, কৃষক দল
সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, স্থানীয় পর্যায়ে দলের ভিত্তি মজবুতকরণ এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, “সামনের দিনে বিএনপির যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল করতে প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সর্বত্র ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
আয়োজক নেতৃবৃন্দ জানান, এই সভার মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আন্দোলনমুখী চেতনা তৈরি হয়েছে।