Shamsul Haque Jewel, Gazipur Correspondent:
আগামী ২৬ এপ্রিল ‘২৫ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ মুভমেন্ট ফর এ ফ্রি ফ্যালেস্টাইন সফলকল্পে গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ এপ্রিল) বাদ মাগরীব গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবে ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিনিধি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবেদী এর সভাপতিত্বে মো. আলী হোসেন ভূইয়া এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমেদ, আবু তাহের খান মো. আলমগীর, মো. মেজবাহ উদ্দিন, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিনিধি মো. মোর্শেদ আলম মিন্টু, মো. আনোয়ার হোসেন, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ গাজীপুর সভাপতি শাকিল আহমেদ দরাই, বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফের প্রতিনিধি মো. আশরাফ উদ্দিন, মো. রেজাউল করিম, মো. এনায়েত হোসেন প্রমূখ।
সভায় বক্তারা- ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদ জানাতে সকল সুন্নী জনতাসহ গাজীপুরের ধর্মানুরাগী সকল মানুষকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। সভায় উক্ত মহাসমাবেশ সফলকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় অন্যান্যের মাঝে সোনাকান্দা দরবার শরীফের প্রতিনিধি মো. মোজাম্মেল হক, মো. সোলেমান হোসেন, চিস্তিতীয়া নিজামীয়া দরবার শরীফের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিনিধি মো. আকরাম হোসেন, ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিনিধি মো. আরব আলী, মো. আব্দুর রউফ মেম্বার, চিশতিয়া মূঈনীয়া দরবার শরীফের প্রতিনিধি মো. আবদুল হান্নান মাষ্টারসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।