Barisal Correspondent
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ২নং বিএনপির সহ-সভাপতি মোঃ জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

১০/৩;২০২৫ ইং সোমবার দলটির বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলের গঠনতন্ত্রের বিরোধী নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাকেরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের দলীয় সহ-সভাপতি পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৪ দিন আগে বাকেরগঞ্জ পৌর শহরের সদর রোডে ২ নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেনের পোশাক বিক্রির দোকান “খন্দকার বস্ত্রালয়” এ পোষাক কিনতে গিয়েছিলে এক নারী। এসময় ওই নারী তার শ্লীলতাহানির শিকার হন। ঘটনার সময় সাথে থাকা তার ছেলে এ ঘটনার প্রতিবাদ জানালে তাকেসহ ওই নারীকে জাকির মারধর করতে করতে রাস্তায় ফেলেন। পথচারী ও স্থানীয়রা তাকে নিভৃত করার চেষ্টা করেও ব্যর্থ হন। নারীকে হেনস্তা করার ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তাছাড়াও এ বিষয় নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত টনক নড়ে পৌর বিএনপির।