Joypurhat District Representative:
জয়পুরহাটের ক্ষেতলালে পূর্ব শত্রুতার জেরে এনামুল হক (৪৫) নামে ইউনিয়ন বিএনপির এক সাবেক সাংগঠনিক সম্পাদকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি-সেক্রেটারি এবং ওয়ার্ড বিএনপির সেক্রেটারির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই বিএনপির নেতা মো.এনালুল হক বাদী হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি-সেক্রেটারি এবং ওয়ার্ড বিএনপির সেক্রেটারিসহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন, বড়তারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ মমিন (৪৩), মাঝিয়াস্থল গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মো. হেনা মন্ডল (৬৫), বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হালিম মাস্টার (৫০), সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৫৩) এবং কৃষ্ণনগর ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম ফকিরের ছেলে মোঃ ওয়াদুদ ফকির (৬৭)।
এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের গভীর নলকূপের বিষয়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে বাড়ী থেকে বের হয়ে আলু বিক্রির জন্য মাঝিয়াস্থল নিমতলী বাজারে শহিদুল ইসলামের আলুর আড়তের সামনে পৌঁছালে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি শোঠা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে এনামুলের পথরোধ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এনামুল প্রতিবাদ করলে এলোপাথারী চর-থাপ্পর মারা শুরু করে।এক পর্যায়ে লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে এনামুলের মাথায় আঘাত করলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে বাধা দিলে তার হাত ভেঙে যায়। এসময় তার আলু বিক্রির ৪৫ হাজার টাকা অভিযুক্তরা ছিনিয়ে নেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহতবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আলু ব্যবসায়ী হান্নান মণ্ডল বলেন, আমি কয়েক বছর পূর্বে আলু ব্যবসায়ী শাকিল এর কাছ থেকে বকেয়া টাকা পাইতাম বড়তারা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি মিথ্যা মুমিন অভিযুক্ত শাকিলের সঙ্গে একটি বৈঠক করে আমার টাকা ফেরত দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা উত্তোলন করে আমাকে দিবে। কিন্তু মিথ্যা মুমিন নিজেই ওই ব্যবসায়ীর কাছ থেকে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেন। আমি সেই টাকা আজও পাইনি। মিথ্যা মমিন একটা বাটপার৷
হাসপাতালের বেডে শুয়ে ভুক্তভোগী এনামুল বলেন,,
আমি ছবির নেসার কাছ থেকে দুই বছরের একটি গভীর নলকূপের এগ্রিমেন্ট ক্রয় করেছি৷ মালিকানা সূত্রে মিথ্যা মমিন আমার মালিকানার ভাগ আমাকে দিতে অস্বীকৃতি জানায়৷ উল্টো আমার কাছ থেকে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমাকে গভীর নলকূপের অংশীদার করবে না বলে হুমকি দেয়। সেই চাঁদা না দেওয়াই আমাকে নিমতলী বাজার থেকে তুলে নিয়ে নিশ্চিন্তা বাজার বিএনপি’র পার্টি অফিসের ভেতরে আমাকে এলোপাথাড়ি মারধর করে আমার হাত ভেঙে দিয়েছে। আমি এ বিষয়ে বিএনপি’র জেলা উপজেলা রাজশাহী বিভাগীয় ঢাকা বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা কামনা করছি আমাকে অন্যায় ভাবে মেরে হাত ভেঙ্গে দেওয়া হয়েছে আমি এর বিচার চাই৷ আমির থানায় মামলা দিয়েছি এখনো মামলা এন্ট্রি করা হয়নি৷
বড়তাড়া ইউনিয়ন বিএনপি’র একাংশের সভাপতি মোঃ হালিম মাস্টারের কাছে জানতে চাইলে তিনি সংবাদ কর্মীদের জানান এ বিষয়ে আমি কিছুই জানিনা আপনার মাধ্যমে জানতে পারলাম এনামুলকে মারধর করা হয়েছে৷
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন সৌওকত বলেন,ভিকটিম চেয়ারম্যান বরাবর একটা লিখিত অভিযোগ দিবে অভিযোগে দোষী প্রমাণিত হলে বিএনপির দুই গ্রুপের কোনো সংঘর্ষের ঘটনা নয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদের কোনো দল নেই।
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) (ওসি) দীপেন্দ্রনাথ সিং বলেন৷ থানায় মামলা এন্ট্রি করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে৷