রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অসুস্থ উপজেলা বিএনপি নেতা সাহেব আলীকে দেখতে গেলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। রোববার (২৫ মে) বিকেলে নেতৃবৃন্দ তার বাসায় গিয়ে শারীরিক খোঁজখবর নেন ও আশু সুস্থতা কামনা করেন।
দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন সাহেব আলী বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাকে দেখতে গিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হন।
এরপর বিএনপি নেতারা বাহাদুরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের ছোট ভাই রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা খাজা আহমেদ ও আব্দুর রহমান বাদলের মায়ের কবর জিয়ারত করেন। এরপর ধান্যখোলা ইউনিয়নের বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী (৩০ মে) যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর। তিনি বলেন,
“বিগত ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আমরা শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী ঠিকভাবে পালন করতে পারিনি। এখন দেশের পরিস্থিতি পাল্টেছে। আমরা চাই, তৃণমূলের প্রতিটি ওয়ার্ডে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হোক। সকল নেতাকর্মীদেরকে প্রস্তুতি নিতে হবে।”
উপস্থিত নেতৃবৃন্দ
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
- বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত
- উপজেলা বিএনপির সহ-সভাপতি শাফা উদ্দিন খাঁ, আব্দুল মজিদ মাজেদ, আহম্মদ আলী শাহিন
- যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, আসাদুজ্জামান সাগর
- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন
- উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মিয়াদ আলী, প্রচার সম্পাদক নজরুল ইসলাম
- বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি
- বেনাপোল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম
- গোগা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন
- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন
- ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান
- পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন রাজু
বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এই সফরের মাধ্যমে দলীয় ঐক্য ও দায়িত্ব পালনের প্রস্তুতির অঙ্গীকার ব্যক্ত করেন।