উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটের সাংবাদিক মো. সোহেল আহমদের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে সোহেলের গৃহনির্মাণে আর্থিক সহায়তা এবং তার প্রতিবন্ধী কন্যার জন্য একটি হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়।
বুধবার (১৪ মে) দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. এ সালাম।
অনুষ্ঠানে ব্যারিস্টার এম. এ সালাম বলেন,
“তারেক রহমান সবসময় নিপীড়িত ও অসহায় মানুষের পাশে থাকেন। ৫ আগস্টের পর গণআন্দোলনে আহতদের পাশাপাশি সাংবাদিক সমাজের প্রতিও তার সহযোগিতা অব্যাহত রয়েছে। সোহেলের প্রতি এই সহানুভূতি তারেক রহমানের মানবিক অবস্থানেরই অংশ।”
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক এনামুল হক জুবের, আমজাদ হোসাইন, ফারুক আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক মো. সোহেল আহমদ বর্তমানে সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এ আলোকচিত্রী হিসেবে এবং এনটিভি ইউরোপের ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত।