শৈলকুপা সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) উপজেলার শেখপাড়া বাজারে ত্রিবেণী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাবলু মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান প্রমুখ। এছাড়াও এসময় বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন বাবর ফিরোজ বলেন, বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়লাভ করতে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।