Md. Sayedur Rahman, Staff Reporter
মানিকগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ জিন্নাহ কবিরের নিজ কার্যালয়ে তারেক রহমানের নির্দশে ঐক্য: রাস্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নে প্রচার প্রচারনা ও জনগণের পাশে থাকবো এবং জনগণকে পাশে রাখবো এই নির্দশনাকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির।
শনিবার (৮মার্চ) বিকেলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ জিন্নাহ কবিরের নিজ কার্যালয়ে শিবালয় উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে ইফতার মাহফিলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্য: রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে প্রচার প্রাচারনা, জনগণের পাশে থাকবো এবং জনগণকে পাশে রাখবো এই প্রতিপাদ্যে আলোচনা সভায় পরধান অতিথির বক্তব্যে এসএ জিন্নাহ কবির উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার জেষ্ঠ পুত্র তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যে, রোগমুক্তি কামনা করে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে এ দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তিনি বলেন,
১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না।
Therefore, BNP has no relationship with those who are involved in terrorism, extortion, and those who destroy people's peace.
Work for the people. Love the people. Only if you can earn the love of the people will you become a BNP leader. The defeated forces want to create a counter-revolution by creating chaos and anarchy in the country. A group is conspiring to tarnish the reputation of the BNP. We have to be vigilant about this.
Jinnah further said that the dictator Sheikh Hasina has shed the blood of the students and the public by indiscriminately firing police to stay in power. Even then, the dictator was not saved. He fled on the historic 5th of August. Along with him, his friends are hiding and hatching various conspiracies against the country. Therefore, the leaders and workers of all the affiliated organizations including BNP must be vigilant. And he called on the symbol of youth, BNP Acting Chairman Tarique Rahman, to vote for the paddy in the next election and give him an opportunity to rebuild the country and serve the common people.
এসময় শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু বেপারী, জেলদ যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সহ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, দৌলতপুর উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুল্লা নোমানী, বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজলা যুবদল আহবায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, যুগ্ন আহ্বায়ক আসাদুর রহমান বাদশা, শিবালয় ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উথুলী ইউনিয়ন বিএনপি সভাপতি লুৎফর রহমান সেন্টু, তেওতা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আউয়াল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হারুন, আরোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ আলম আলো, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাজেদ মিয়া, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, , যুব নেতা রাকিব হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্র নেতা শহীদুল ইসলাম প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন,শিবালয় উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।