রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, “সাংবাদিকতা পেশাদারিত্বের কাজ। স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের অধিকার সাংবাদিকদের রয়েছে। কোনো মিছিল, সমাবেশ বা রাজনৈতিক কর্মকাণ্ডে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া উচিত নয়।”
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজ, দেশ ও মানুষের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”তিনি আরও যোগ করেন, “আমি মেহনতি মানুষের জন্য রাজনীতি করি, ক্ষমতা বা ব্যবসার জন্য নয়। যদি কোনো সাংবাদিককে দলীয় প্রভাবে হয়রানি, মামলা বা হুমকির মুখে পড়তে হয়, তবে আমরা আইনানুগ ও দলীয় পর্যায়ে সর্বোচ্চ সহযোগিতা করব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকি, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দীন তাজু, পৌর বিএনপি আহ্বায়ক মোঃ শামীম আহমেদ, যুবদল নেতা মহি উদ্দীন ঝাড়ু, উপজেলা বিএনপি নেতা মোঃ বাদশাবমিয়া কাজল এবং শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা এমএ রহিম ও ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সুমন মিয়া প্রমুখ।
এই মতবিনিময়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত ভূমিকার প্রত্যয় ব্যক্ত করা হয়।