নওগাঁ প্রতিনিধি , মো. হাবিবুর রহমান:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ মে) উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের একটি কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল ও আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় এবং সিঃ যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২৩ ও ২৪ মে বগুড়ায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন-উল ইসলাম, দেওয়ান মুস্তাকিন, মো. রুবেল হোসেন প্রমুখ।
সভায় আত্রাই উপজেলার প্রতিটি ইউনিয়নের যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।