মীর ইমরান , মাদারীপুর প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন,মাদারীপুর-১(শিবচর)আসনের ২০১৮সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী,মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা , পৌর,সহ বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে পাঁচ্চর গার্লস স্কুল থেকে প্রধান সড়কগুলোতে মিছিলটি প্রদক্ষিণ হয়।মিছিলে প্রায় দুই হাজার বিএনপির সমর্থক নেতাকর্মী অংশগ্রহণ করেন।পাঁচ্চর গোল চক্করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন-“তারেক রহমান জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও ষড়যন্ত্র যা কিনা বাংলাদেশের গণতন্ত্রের ওপর হামলা স্বরূপ।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাই। এ সময় তিনি আরও বলেন,“জনগণের ভালোবাসায় তারেক রহমান আজ কোটি মানুষের হৃদয়ের নেতা। সেই নেতাকে ঘিরে যে কোনো অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী,উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মোল্লা, শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক নাসির হাওলাদার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর বেপারী,উপজেলার ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইমরান হোসাইন,রাসেদ মৃধা,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল,,যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মিয়া,পাচ্চর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওসমান বেপারী,যুবদল নেতা মোতালেব বেপারী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।