Mujahidul Islam, JB Correspondent:
মানবিক ছাত্রনেতা হিসেবে আবারও আলোচনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। এবার তিনি পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীর।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে তৃতীয় মেধাতালিকায় সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে ওই শিক্ষার্থীর। বিষয়টি কাজী জিয়াউদ্দিন বাসিতের নজরে আসতেই, তিনি নিজের উদ্যোগে শিক্ষার্থীর ভর্তি ফি সহ সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন.
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, এর আগেও বাসিত অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নানা সহযোগিতা করেছেন। সংগঠনের দায়িত্ব ছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে বহু শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দিয়েছেন।
এই বিষয়ে কাজী বাসিত বলেন,
“আমি বিশ্বাস করি, শিক্ষাই জাতির উন্নয়নের চাবিকাঠি। একজন শিক্ষার্থী যেন শুধুমাত্র টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমার চেষ্টা।”
ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে শিক্ষার্থীটি বলেন—
“চারপাশে যখন অন্ধকার মনে হচ্ছিল, তখন বাসিত ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি শুধু আর্থিক সহায়তা করেননি, আমার নতুন করে স্বপ্ন দেখার সাহসও জুগিয়েছেন। আমি কৃতজ্ঞ। একদিন আমিও চাই, কারও পাশে দাঁড়াতে—যেমন করে আজ তিনি দাঁড়িয়েছেন।”
তার এই মানবিক ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকেই বলছেন, এমন নেতারাই সত্যিকারের সমাজ পরিবর্তনের রোল মডেল হয়ে উঠছেন।