সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা শ্রমিক দল। আজ বিকাল সাড়ে পাঁচটায় ঐতিহাসিক রথখলা ময়দানের শ্রমিক দলের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ হারুন এর সঞ্চালনা এবং জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ্ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি‘র সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তফা, সহ-সভাপতি সাঈদ সুমন।
এ সময় বক্তারা বলেন শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় , উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। উনার হাত ধরেই বাংলাদেশ থেকে শ্রমিকরা প্রবাসে যাওয়ার পথ সুগম হয় যা বাংলাদেশের একটি গৌরবময় অধ্যায়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম মুন্সি, সহ-সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. রুকন মিয়া, সহ-দপ্তর সম্পাদক ফজলে রাব্বী সোহাগ, যশোদল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, জেলা শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, জেলা বিদ্যুত কারিগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, জেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য মো. হাসান আলী, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. পলাশ খান, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. মানিক মিয়া, জেলা রিক্সা ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন, সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলামসহ জেলা শ্রমিক দল ও উপজেলা শ্রমিক দলের নেতা-কর্মীবৃন্দ।