Staff Correspondent:
রংপুর সদর উপজেলার ১নং মমিনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল অনুষ্ঠিত হলো দলের দ্বি-বার্ষিক সম্মেলন। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ খোকার সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন একই শাখার যুগ্ম আহ্বায়ক মো. আমজাদ হোসেন।
সম্মেলনের উদ্বোধক ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. শফি কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ ও মো. ফিরোজ আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাহারুল ইসলাম চৌধুরী।
এছাড়া সম্মেলনে রংপুর সদর উপজেলার মমিনপুর, হরিদেবপুর, চন্দনপাট, সদ্যপুস্করিনী ও খলেয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তৃণমূলের শক্তি ও সংগঠনকে সুসংগঠিত করতেই এই সম্মেলনের আয়োজন। ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক গতিশীলতা তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।