Mashiur Rahman Russell, Staff Reporter:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ জিয়া উদ্দিন হায়দারের সাথে ঝালকাঠি জেলা বিএনপি ও জেলা কৃষক দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় হয়েছে। ২২ মার্চ শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের নৈকাঠী গ্রামে ডাঃ জিয়া উদ্দিন হায়দারের গ্রামের বাড়িতে জেলা বিএনপি ও জেলা কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
এসময় বক্তব্য রাখেন ঝালকাঠির কৃতি সন্তান ঝালকাঠি বিএনপি পরিবারের অভিভাবক ডাঃ জিয়াউদ্দিন হায়দার, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সেক্রেটারি আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজি, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, মোঃ মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, মোঃ কবির হোসেন, মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা সেক্রেটারি হাফিজ মল্লিক, নলছিটি পৌর কমিটির সভাপতি শহিদুল ইসলাম খোকনসহ নেতাকর্মীবৃন্দ।
ডাঃ জিয়া উদ্দিন হায়দার বলেন, ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন একটি পরিবার। আমাদের সকলের নেতা বেগম খালেদা জিয়া ও আধুনিক বিএনপির রুপকার তারেক রহমান। জ্ঞানভিত্তিক ও সৃজনশীল দল গঠনের লক্ষ্যে তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়ন করা গেলে সুখী সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত হবে আমাদের দেশ। তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।