Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা বিএনপি সম্প্রতি মদিনা কমিউনিটি সেন্টারে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন এবং রাজনৈতিক ঐক্য এবং দেশের কল্যাণে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু,যিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলীয় ঐক্যকে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।
মাহফিলে উপস্থিত ছিলেন; উপজেলা বিএনপির আহ্বায়ক মুস্তাকিম হোসেন বাবুল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা,জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই হেলাল এবং সাবেক আমীর হাফিজ মাওলানা নজমুল ইসলাম,খেলাফত মজলিসের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন
সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে,দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়,যেখানে সবাই একসঙ্গে রাজনৈতিক সংঘাতের সমাপ্তি এবং একতাবদ্ধ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া,নেতারা বিএনপির সামাজিক ও মানবিক কার্যক্রমের সম্প্রসারণ এবং ভবিষ্যতে মাঠ পর্যায়ে আরও সক্রিয় অবদান রাখার পরিকল্পনা ঘোষণা করেন।