Barisal Correspondent
বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চালের স্লিপ বিতরণকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদারকে ওয়ার্ড বিএনপি নেতা জসিম ডাকুয়া শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। প্রত্যক্ষদর্শী বাজারের হোটেল ব্যবসায়ী রিপন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭/৩/২০২৫ ইং সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার বোয়ালিয়া বাজারের অটোস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটেছে।
আহত ইউপি সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ইউপি সদস্য কামাল নিজ বাসা থেকে বোয়ালিয়া বাজারে যাওয়ার পথে অটোস্ট্যান্ডে মোটরবাইক থামিয়ে বিএনপি নেতা জসিম ডাকুয়া তার দায়িত্বে থাকা ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের শতাধিক স্লিপ দাবি করেন। এসময় কামাল তাকে জানায় এলাকার গরীব ও দুস্থ লোকদের মাঝেই ভিজিএফ কার্ডের চালের স্লিপ বিতরণ করা হচ্ছে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে জসিম ডাকুয়া প্রথমে তাকে অশ্লিল ভাষায় গালাগাল ও কিল, ঘুষি, চপ চপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার হাতে থাকা ভিজিএফ কার্ডের স্লিপ ও ভোটার আইডি কার্ড টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদার তাকে লাঞ্ছিতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৫ আগস্টের পর বিএনপি নেতা জসিম ডাকুয়া চাঁদার দাবিতে বোয়ালিয়া বাজারে তার পানের মহল দখল করে একহাটে ৩০ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। পরবর্তীতে চাঁদা দাবির আরো ২০ হাজার টাকা তিনি পরিশোধ করে পানের মহল ফেরত পেয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনার পরপর বিএনপি নেতা জসিম ডাকুয়া, তার ভাই জুয়েল ডাকুয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা শামিম তালুকদারের নেতৃত্বে ৩০-৪০ জন দেশিয় অস্ত্র নিয়ে বোয়ালিয়া বাজারে মহড়া দিয়েছে। এ কারনে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা দিন কাটাচ্ছেন। তিনি বিষয়টি ওসিকে জানানোর জন্য বারবার তার ফোনে কল দিলেও রিসিভ করে কেটে দিয়েছেন।
অভিযুক্ত ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জসিম ডাকুয়ার মতামত জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। লিখিত অভিযোগ পেলে তিনি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।