মাহফুজুল হক পিয়াস, ইবি:
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরকে স্মরণে রাখার জন্য ক্যাম্পাসে বৃক্ষরোপণ করলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন তারা। এসময় ১১টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে যুগ্ম আহবায়ক আবু দাউদ, রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন ও রোকনুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বিগত ২৪ সালে স্বৈরাচার, গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিকামী, ছাত্র-জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই শহীদ ভাইদের স্মরণে আমরা এই জুলাই মাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। বৃক্ষরোপণ এবং বিতরণ আমাদের কর্মসূচির আওতাভুক্ত। আমরা ক্যাম্পাসে ৫ শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ করব। আমরা জুলাই শহীদদের স্মরণে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করতে চাই।”