Staff Reporter:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, “জাতীয়তাবাদী দলে কোন পদধারী আওয়ামী লীগের স্থান হবে না।” তিনি জানান, আওয়ামী লীগের যারা শুধুমাত্র সমর্থক ছিলেন এবং এখন নিজেদের অবস্থান পরিবর্তন করে বিএনপিতে যোগ দিতে চান, তাদের যাচাই-বাছাই শেষে বিবেচনা করা যেতে পারে। তবে বর্তমানে আওয়ামী লীগের যেকোনো পদে থাকা কেউ বিএনপিতে স্থান পাবে না।
বুধবার (১৪ মে) পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত বর্ধিত সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা যাচাই-বাছাই করে কাউন্সিলর নির্বাচন করব। পুরনো ও নতুন বিএনপি কর্মীদের মধ্য থেকেই প্রকৃত কর্মী বাছাই হবে। যারা সদ্য আসছে, তারা অন্তত তিন বছর দলের হয়ে কাজ করলে বিবেচনায় আসবে।”
ভারতের প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের জাতীয়তাবাদী দলের বাইরে কোনো প্রভু নেই। ভারতের কিংবা পাকিস্তানের কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী নয় বিএনপি। আমাদের একমাত্র দায়বদ্ধতা বাংলাদেশের জনগণের প্রতি।”
তিনি দলের কিছু উচ্ছৃঙ্খল সদস্যদেরও সতর্ক করে বলেন, “দলের ভাবমূর্তি নষ্টকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান, এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।